ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ জুলাই, ২০২০ ১৪:৫৬

যুক্তরাজ্যে মাস্ক না পরলে ১০০ পাউন্ড জরিমানা

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে মাস্ক না পরলে ১০০ পাউন্ড জরিমানা


সাধারণ জনগণ মাস্ক না পরলে সর্বোচ্চ ১০০ পাউন্ড জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করেছে যুক্তরাজ্যে সরকার। আজ শুক্রবার থেকে চালু হওয়া এই নতুন আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির বাণিজ্য সংস্থা ও সংসদ সদস্যরা। 
তারা বলছেন, নতুন আইন কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে যথেষ্ঠ বিভ্রান্তি রয়েছে। যদিও পুলিশ বলছে, জরিমানার বিধান একদম সর্বশেষ কার্যক্রম হিসেবে প্রয়োগ করা হবে। সুপারমার্কেট, ইনডোর শপিং সেন্টার, ট্রান্সপোর্ট , ব্যাংক এবং ডাকঘরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ বাস, ট্রেন এবং ফেরিগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ওয়েলসে আগামী ২৭ জুলাই থেকে পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।
নতুন আইন প্রকাশের পূর্বে যুক্তরাজ্যের হসপিটালিটির প্রধান নির্বাহী কেট নিকোলস বলেন, সরকারের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে এবং অনেক দেরিতে এই নির্দেশনা চূড়ান্ত করা হয়েছে।

উপরে