শীঘ্রই মোদির সঙ্গে কথা বলবেন নেপালের প্রধানমন্ত্রী
গত কয়েকমাস ধরে ভারত-নেপাল সম্পর্কে অবনতি দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে চীনের মদত। ভারতের একাধিক জায়গা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার রাম জন্মভূমি নেপালে বলে দাবি করেও বিতর্ক তৈরি করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অবশেষে নাকি কিছুটা নমনীয় হয়েছে দুই দেশই। মোদির সঙ্গে কথা বলবেন তিনি।
সূত্রের খবর, ১৫ অগস্টেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথোপকথন হতে পারে তার। নেপালের একটি নিউজ আউটলেটে এমনটাই দাবি করা হয়েছে।
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে চলা সংঘাতের সম্পর্কের মাঝে ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন ওলি। শোনা যাচ্ছে, ওই দিন ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেই ফোন করবেন তিনি।
কাঠমাণ্ডু থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ‘জনাস্থা’য় লেখা হয়েছে, ‘১৫ অগস্ট আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা দেবেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হবে। সূত্র: কলকাতা ২৪।
