ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৯

চীনা বাহিনীর বিরুদ্ধে ৫ ভারতীয়কে ‌‌অপহরণে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চীনা বাহিনীর বিরুদ্ধে ৫ ভারতীয়কে ‌‌অপহরণে অভিযোগ


চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের পাঁচ যুবককে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে শনিবার ভোরে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই স্থানীয় তাজিন সম্প্রদায়ের। খবর কাশমির রিডার'র।
কংগ্রেস বিধায়ক নিনং এরিং জানান, পাঁচ যুবককে পিপলস লিবারেশন আর্মির সদস্যরা অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। গত মার্চে আরও এক যুবককে অপহরণ করা হয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২১ বছরের ওই যুবক পরে ফিরে আসতে পেরেছিলেন।
অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

উপরে