ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২১

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, জলধারায় আটকে পড়েছে অনেকে

নিজস্ব প্রতিবেদক
দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, জলধারায় আটকে পড়েছে অনেকে


ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় একটি জলধারায় আটকে পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ফ্রেসনো থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মমথ জলধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টারে করে অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সেখানে কতোজন আটকে পড়েছেন তার সঠিক সংখ্যা জানা নেই। এ পর্যন্ত ১২ জন আহত হয়েছে। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় তীব্র দাবদাহ বিরাজ করছে। এরমধ্যেই দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলো। তীব্র দাবদাহ কারণে ওই এলাকায় বিদ্যুতের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পালাক্রমে বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসোম।

উপরে