ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২১

চীনের আরও একটি শহরের সব এলাকায় ৫জি

নিজস্ব প্রতিবেদক
চীনের আরও একটি শহরের সব এলাকায় ৫জি


দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনের পর দেশটির দ্বিতীয় শহর হিসেবে বেইজিংয়ের সব এলাকায় পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি চালু করা হয়েছে। চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বুধবার বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসের শেষ নাগাদ বেইজিংয়ে ৪৪ হাজার ৫জি স্টেশন খোলা হয়েছে। ডিসেম্বর আসতে আসতে এই সংখ্যা ৫০ হাজারে পৌঁছে যাবে।
চীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী, বেইজিংয়ে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ ৫জি নেটওয়ার্ক ব্যবহার করছেন। দেশটির তিনটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হাজারের বেশি টেলিকম প্রজেক্টে সহযোগিতা করছে। বেইজিংয়ের আগে ৫জি পৌঁছে যাওয়া শেনজেনে ৪৬ হাজার স্টেশনের মাধ্যমে পুরো কাভারেজ দেয়া হচ্ছে। 
শহরটির মেয়রের দাবি, তার এলাকায় পৃথিবীর সবচেয়ে বেশি ৫জি ভিত্তিক স্টেশন তৈরি হয়েছে। ২০১৯ সালে ৫জি যাত্রা শুরু করলেও চীন, দক্ষিণ কোরিয়া ছাড়া অন্য দেশে তেমন একটা প্রচলন শুরু হয়নি। চীন বলছে, চলতি বছরে তারা মোট ৫ লাখ ৫জি ভিত্তিক স্টেশন বসাবে। সূত্র : দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।

উপরে