ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৯

ব্রিটেনের আকাশে ঢুকে পড়ল রাশিয়ার যুদ্ধবিমান, তাড়া করল টাইফুন

নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনের আকাশে ঢুকে পড়ল রাশিয়ার যুদ্ধবিমান, তাড়া করল টাইফুন


দুটি রাশিয়ান যুদ্ধবিমানকে মাঝ আকাশে তাড়া করল আএরএফ ফাইটার জেট।স্কটল্যান্ডের উপকূলে এই ঘটনা ঘটেছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার Tupolev Tu-142 যুদ্ধবিমান। এরপরই তাড়া করতে ছুটে যায় ইউরোফাইটার টাইফুন।
জানা গেছে, রাশিয়া থেকে ছুটে গিয়েছিল একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট। পরে ইউকে এয়ার ফোর্স জানায় যে তাদের বিমানবাহিনী নর্থ সি-র উপর মার্কিন এয়ার ফোর্স ও রয়্যাল নেদারল্যান্ড এয়ার ফোর্সের সঙ্গে বিশাল মহড়া চালাচ্ছে।
সেই মহড়ায় শত্রুপক্ষের ভূমিকায় রয়েছে ইউকে-র রয়্যাল এয়ারফোর্সের টাইফুন। প্রত্যেক তিন মাস অন্তর Exercise Point Blank নামে ওই মহড়া হয়।

উপরে