ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৪

অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ। অক্টোবর- নভেম্বর মাসে ইউরোপে কোভিড-১৯ এ প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এমনটাই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচ)।
সংস্থাটির ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ সোমবার বলেন, পরিস্থিতি আরও কঠোর হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরও মৃত্যু দেখবো।
গত বছরের ডিসেম্বরে চীনে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইউরোপের অনেক দেশে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস।

উপরে