ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৫ অক্টোবর, ২০২০ ১৮:২৫

মন্ত্রীর করোনা পজিটিভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনে

অনলাইন ডেস্ক
মন্ত্রীর করোনা পজিটিভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনে

 
করোনা আক্রান্ত মন্ত্রীর সংস্পর্শে আসায় সোমবার হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। 
সোমবার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় অংশ নিয়েছিলেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহামাদ আল-বাকরি। তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সভায় উপস্থিত সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারিন্টেনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে কয়েকবার। তবে তার দেহে এ ভাইরাসের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি।  

উপরে