ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ ১৭:১৬

পোল্যান্ডে গর্ভপাত বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

অনলাইন ডেস্ক

পোল্যান্ডে গর্ভপাত বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত


পোল্যান্ডে পাশ হওয়া গর্ভপাত বিরোধী আইনের বিরুদ্ধে টানা সাতদিনের মতো প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই নারী। এ আইনের ফলে ধর্ষণ, মায়ের স্বাস্থ্যঝুঁকি রয়েছে কিংবা এ ধরনের কোনো গুরুতর কারণ ছাড়া দেশটিতে গর্ভপাত করানো যাবে না।
মঙ্গলবার পোল্যান্ডের সংসদে সংসদ সদস্যরা এ আইনকে 'লজ্জা' বলে অভিহিত করে প্রতিবাদ জানান। এসময় অনেক নারী সংসদ সদস্যের হাতে প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ছিল।
তবে দেশটির ক্ষমতাসীন দলের এক নেতা জানিয়েছেন, আইন পাল্টে ফেলার আর কোনো সুযোগ নেই।
ক্যাথলিক প্রধান দেশটির উপপ্রধানমন্ত্রী জারসলাউ ক্যাসজিনস্কি বলেছেন, গর্ভপাত বিরোধী আইন পাশের কারণে চলমান বিক্ষোভ পোল্যান্ডকে 'ধংস' করার প্রচেষ্টা। তিনি সবাইকে পোলিশ জাতি এবং ক্যাথোলিক চার্চের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান।   
সূত্র: বিবিসি

উপরে