ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ নভেম্বর, ২০২০ ১২:২০

কানাডায় করোনার প্রকোপ বৃদ্ধি, ক্যালগেরির মেয়রের সতর্কতা

অনলাইন ডেস্ক
কানাডায় করোনার প্রকোপ বৃদ্ধি, ক্যালগেরির মেয়রের সতর্কতা


কানাডায় করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ক্যালগেরির মেয়রের এ বিষয়ে নাহিদ ন্যান্সি সতর্ক করেছেন। 
মেয়র বলেছেন, আলবার্টা সপ্তাহের শেষে একদিনে নতুন এক হাজার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড করতে যাচ্ছে এবং এটি সম্ভবত লকডাউনের কারণ হতে পারে। 
স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, করোনার নিয়মিত আপডেটের আগে ন্যান্সি বলছিলেন- মঙ্গলবারে প্রকাশিত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা "অত্যন্ত উদ্বেগজনক"। তিনি আরো বলেন, বসন্তের সময় যে পরিমাণ করোনা শনাক্ত হয়েছিল বর্তমানে আমরা তার থেকেও অনেক উপরে। সুতরাং লকডাউন এড়াতে আমাদের প্রচেষ্টা পুনরায় দ্বিগুণ করতে হবে। 
তিনি তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং সম্ভব হলে হাত ধোয়া; প্রকাশ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা; এবং জনসাধারণের অবস্থানগুলিতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক পরতে হবে। 

তিনি বলেন, আমি আর একটি লকডাউন চাই না, কেউই তা চায় না, শেষ পর্যন্ত যদি অর্থনৈতিক মন্দা এড়াতে মানুষকে সুস্থ ও সুরক্ষিত রাখা আমাদের একমাত্র পছন্দ হয়, তবে আমাদের এটাই করতে হবে।

উল্লেখ্য, আলবার্টা স্বাস্থ্য ডিপার্টমেন্ট গত শুক্রবার থেকে আজ পর্যন্ত ২ হাজার ২৬৮ জনের শনাক্ত হওয়ার রিপোর্ট করেছে, যেখানে প্রতিদিন গড়ে পাঁচশত জনেরও বেশি শনাক্ত হয়েছে এবং নতুন আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারীর নবম মাসে রেকর্ড ছাড়িয়ে গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯৩৫ জন, মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ২ শত ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫০৯ জন।

উপরে