ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৮ নভেম্বর, ২০২০ ১১:৩৮

‘আশা ও সত্যকে’ বেছে নিয়েছেন আপনারা: কমলা

নিজস্ব প্রতিবেদক
‘আশা ও সত্যকে’ বেছে নিয়েছেন আপনারা: কমলা


মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কমলা হ্যারিস জাতির উদ্দেশে দেওয়া তার  প্রথম ভাষণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কথা টেনে বলেছেন, আপনারা জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আপনারা আশা, একতা, শালীনতা, বিজ্ঞান, হ্যাঁ ও সত্যকে বেছে নিয়েছেন।”
বাংলাদেশ সময় রবিবার সকালে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যর উইলমিংটন থেকে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
কমলা বলেন, এই নির্বাচনে আমাদের গণতন্ত্র ব্যালটে ছিল।  আমেরিকার আত্মা ঝুঁকিতে ছিল, পুরো বিশ্ব এদিকেই তাকিয়ে ছিল। আপনারা আমেরিকার জন্য নতুন দিন বেছে নিয়েছেন। সামনের পথটা সহজ হবে না কিন্তু আমেরিকা প্রস্তুত। একইভাবে প্রস্তুত জো এবং আমিও। আমি এই অফিসের প্রথম নারী হলেও শেষ নারী হব না।
সূত্র: বিবিসি

উপরে