ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৯ নভেম্বর, ২০২০ ১৬:৪২

পরাজয়ের পর প্রথমবারের মতো কথা বলবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
পরাজয়ের পর প্রথমবারের মতো কথা বলবেন ট্রাম্প


মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো একটি রেডিও শোতে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।  
স্থানীয় সময় সোমবার রাত ৮টায় মার্ক লেভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনে ডাকযোগে ভোট কারচুপির অভিযোগ নিয়ে কথা বলবেন ট্রাম্প।  
এর আগে রবিবার হোয়াইট হাউজে ফিরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাকে স্বাগত জানায় সমর্থকরা। তবে শিগগিরই পরাজয় মেনে নেয়ার কোন পরিকল্পনা নেই তার। নির্বাচনের দিন থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছেন ট্রাম্প, যদিও এখন পর্যন্ত এমন অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। কিন্তু নির্বাচনের ফলের বিপক্ষে সোমবার আইনি লড়াইয়ে নামবেন বলেও জানিয়েছেন।  
অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টির টিকিটে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে কাজ করবেন জো অভিনন্দন বার্তায় এমনটাই প্রত্যাশা করেন বুশ। ভোট পুনর্গণনা ও আইনি লড়াইয়ে যাওয়ার অধিকার ট্রাম্পের রয়েছে। 

উপরে