কায়দা করে নিজেকে চুরির হাত থেকে বাঁচালো রোবট!
ইউরোপে বসবাসকারী অনেকেই বাসা পরিষ্কার রাখতে একটি বিশেষ ধরনের রোবট ব্যবহার করে থাকেন। বাসা পরিষ্কার ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানির বাজারে পাওয়া যায় ঘাস কাটতে পারে এমন রোবটও। জার্মানির শহর লিপস্টাটের এক বাসিন্দাও এমন একটি রোবট ব্যবহার করেন। মালিকের অজান্তেই চুরি হয়ে যাচ্ছিল তার সেই রোবট। কায়দা করে নিজের চুরি ঠেকাল সেই রোবটই। কিন্তু ঘটনায় রোবটের কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
স্থানীয় পুলিশ শুক্রবারে জানিয়েছে, প্রতি সপ্তাহের মতো মঙ্গলবারেও তিনি রোবটকে ঘাস কাটতে লাগান। কিন্তু কিছুক্ষণ পরই তার মোবাইলে একটি মেসেজ আসে। রোবটটিকে যে অ্যাপ নিয়ন্ত্রণ করে, সেই অ্যাপ থেকে আসা মেসেজটি জানায় যে রোবটটি ঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ সেটি উল্টে গেছে। পরে বাইরে বেরিয়ে তিনি দেখেন এক ব্যক্তি তাঁরই ঘাস কাটার রোবট বগলদাবা করে চলে যাচ্ছে। চুরির মুহূর্তে ধরা পড়ে যাওয়ায় রোবটহাত থেকে ফেলে পালিয়ে যায় সেই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে এখনও সেই চোরের হদিশ পাওয়া যায়নি। তবে কেউ এ বিষয়ে কাউকে সন্দেহ করলে, তাকে এগিয়ে আসতে আহ্বান করেছেন তারা। সূত্র: ডয়চে ভেলে।
