ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১০:৪১

করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, মৃত্যু আড়াই লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক
করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, মৃত্যু আড়াই লাখ ছাড়ালো


করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।
রবিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৫ কোটি ৪৩ লাখ ২৫ হাজারে ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ১৮ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার।

উপরে