ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০ ১১:৫৭

ইরাক-আফগানিস্তান থেকে আরো সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরাক-আফগানিস্তান থেকে আরো সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প


ইরাক এবং আফগানিস্তান থেকে আরো সেনা প্রত্যাহার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে আড়াই হাজার ও ইরাক থেকে আরো ৫০০ সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আফগানিস্তান থেকে আগামী জানুয়ারির মধ্যে আরো আড়াই হাজার সেনা ফিরিয়ে আনা হবে। সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইরাক থেকেও আরো ৫০০ সেনা প্রত্যাহার করবে ট্রাম্প। ইরাকে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, সেনা প্রত্যাহারের কার্যক্রম ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ট্রাম্পকে। কারণ এর পরের দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন জো বাইডেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বড়দিনের আগেই সকল সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি। 

উপরে