ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০ ১১:৩৭

করোনার সংক্রমণ রোধে ইরানে ফের লকডাউন

অনলাইন ডেস্ক
করোনার সংক্রমণ রোধে ইরানে ফের লকডাউন


করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আগামী শনিবার থেকে আবারও লকডাউন কর্যকর হচ্ছে ইরানে। রাজধানী তেহরানসহ ১৫০টি শহরে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।
এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানে মঙ্গলবার ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করা হয়েছে। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।
ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।

উপরে