আপডেট : ২২ জানুয়ারি, ২০২১ ১৮:১৩
মেলানিয়ার জুড়ি মেলা ভার!
অনলাইন ডেস্ক
সময় ভালো যাচ্ছে না সদ্যসাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে হেরেছেন বাইডেনের কাছে। বিদায় নিয়েছেন হোয়াইট হাউস থেকে। এর আগে স্ত্রী মেলানিয়ার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে- এমন গুঞ্জনও শোনা গেছে। সেই গুঞ্জনে আরো ঘি ঢাললো বাইডেনের শপথের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, প্লেন থেকে স্ত্রীর হাত ধরেই নামেন ডোনাল্ড ট্রাম্প। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফটোগ্রাফারদের সামনে ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে স্ত্রী মেলানিয়া একবারের জন্যও স্বামীর পাশে দাঁড়ালেন না। হেঁটে চলে যান। বাধ্য হয়ে একাই দাঁড়িয়ে ছবি তোলেন ট্রাম্প। সবার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
