ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ এপ্রিল, ২০২১ ১৬:৩০

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী সেনাজোটের হামলায় ১০ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী সেনাজোটের হামলায় ১০ পুলিশ নিহত

ক্রমেই চরম অবনতির দিকে যাচ্ছে মিয়ানমারের পরিস্থিতি। মিয়ানমারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতভর অভিযান ও শনিবার সকালে নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৬০ জন মারা গেছেন। অন্যদিকে, অভ্যুত্থানবিরোধী জাতিগত সেনাজোটের হামলায় ১০ পুলিশ নিহত হয়েছে। 

গতকাল শনিবার দেশটির শান রাজ্যের নুনগোমন এলাকার থানায় ভোরবেলা এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জানা গেছে, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৬০ জনের ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা তাদের মরদেহ সংগ্রহ করতে পারেনি। মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদের এলাকার লোকজন জানত ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি আমরা মর্টার শেলও পেয়েছি। মেশিরগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল বলা হচ্ছে।

উপরে