আপডেট : ৩ অক্টোবর, ২০২৫ ০০:০০
বাধা পেয়েও নতুন করে ৯ জাহাজ যাচ্ছে গাজা অভিমুখে
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী ছিলেন।
তবে এখানেই থামছে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা। বাধা পেয়েও ইসরাইলি কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করছে গোষ্ঠীটি।
আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুক্রবার জানিয়েছে, ইসরাইলের দীর্ঘদিনের অবরোধ চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে নতুন করে নয়টি জাহাজ মিসরের মার্সা মাতরূহের উত্তর উপকূলে পৌঁছেছে এবং গাজার দিকে এগোচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি ও দ্য টাইমস অব ইসরাইল।
সংস্থাটি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সারাবিশ্বের আন্দোলন অব্যাহত থাকতে হবে… প্রতিটি বন্দর, প্রতিটি রাস্তা, প্রতিটি চত্বর।’
