ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯ ২২:২২

ফুলকপির ঝাল পাকোড়া তৈরির রেসিপি

জীবনধারা ডেস্ক
ফুলকপির ঝাল পাকোড়া তৈরির রেসিপি

বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন সবজি ফুলকপি। ঝোল কিংবা ভাজি করে খাওয়া তো হয়ই, আজ জেনে নিন সুস্বাদু আরেকটি রেসিপি। চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন ফুলকপির ঝাল পাকোড়া-

উপকরণ:
১টি মাঝারি আকারের ফুলকপি টুকরো করে নেয়া
আদা-রসুন বাটা আধা চা-চামচ
গরমমসলা গুঁড়া আধা চা-চামচ
চিলি পেস্ট ১ চা-চামচ
ধনেপাতা কুচি অল্প পরিমাণ
কারিপাতা কুচি অল্প পরিমাণ
ময়দা ৩ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার ৪ চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
পানি পরিমাণমতো
কাঁচামরিচ ৩-৪টি
তন্দুরি মসলা আধা চা-চামচ
তেল ও লবণ পরিমাণমতো।

Pakora-2

প্রণালি:
টুকরা করা ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে সব উপকরণ মিশিয়ে পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ফুলকপি মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে রাখুন। কিছুক্ষণ পরে আস্ত কাঁচামরিচ, কারিপাতা দিয়ে আবার ভাজতে হবে।

উপরে