ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১২:৪৯

খালেদার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবে ড্যাব

নিজস্ব প্রতিবেদক
খালেদার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবে ড্যাব

দুর্নীতি মামলায় কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপিপন্হী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ড্যাব মহাসচিব এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এক খুদে বার্তায় জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার (৭ এপ্রিল) কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারা কর্তৃপক্ষের অনুরোধে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

উপরে