আপডেট : ১৪ জুন, ২০১৮ ১১:২০
ছাত্রদলের ১১ ইউনিটের আংশিক কমিটি গঠন
ভোরের বাংলা ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ী, যশোর, দিনাজপুর, কিশোরগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, সিলেট মহানগর ও জেলা এবং সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একইসঙ্গে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বুধবার দিবাগত রাত ১২টায় ইমেইল বার্তায় এসব জানিয়েছেন।
