আপডেট : ২৭ জুন, ২০১৮ ১২:৩২
রাসিক নির্বাচনে জাপার প্রার্থী দোলন
ভোরের বাংলা ডেস্ক
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজশাহী মহানগর জাপার সহ-সভাপতি ও জাতীয় যুব সংহতির মহানগর কমিটির সভাপতি ওয়াসিউর রহমান দোলনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলীয় প্রার্থী হিসেবে ওয়াসিউর রহমান দোলনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
রাজশাহী মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ও যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনসহ বেশ কয়েকজন নেতা এ সময় উপস্থিত ছিলেন।
