ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ জুলাই, ২০১৮ ১৮:১৪

দেশে মজুত গ্যাসের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট

অনলাইন ডেস্ক
দেশে মজুত গ্যাসের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমানে দেশে প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট, যা পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন তথ্যে এ পরিসখ্যান উঠে এসেছে। তন্মধ্যে উত্তোলনযোগ্য প্রমাণিত এবং সম্ভাব্য মজুতের পরিমাণ ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট।

বৃহস্পতিবার সরকার দলীয় সংরক্ষিত মহিলা এমপি বেগম ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে এ অধিবেশন শুরু হয়।

বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, ১৯৬০ সাল থেকে শুরু করে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত গ্যাসের উৎপাদনের পরিমাণ প্রায় ১৫.২২ ট্রিলিয়ন ঘনফুট। ফলে চলতি বছরের জানুয়ারি সময়ে উত্তোলনযোগ্য নিট মজুদের পরিমাণ ১২.৫৪ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে বাপেক্সের ২০২১ সালের মধ্যে ৫৭০ লাইন কিঃ মিঃ ভূতাত্ত্বিক জরিপ ৯ হাজার ৮০০ লাইন কিঃ মিঃ ২ডি সিসমিক সার্ভে এবং ২ হাজার ৯৪০ বর্গ কিঃ মিঃ ৩ডি সিসমিক সার্ভে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, রূপকল্প ২০২১ এর আওতায় মোট ১০৮টি কূপ (৫৩টি অনুসন্ধান কূপ, ৩৫টি উন্নয়ন ও ২০টি কূপ ওয়ার্কওভার) খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার দেশের অনুসন্ধান কোম্পানি বাপেক্স এর কারিগরি সক্ষমতা বৃদ্ধির গভীর কূপ খননের ক্ষমতা সম্পন্ন ৪টি আধুনিক রিগ ক্রয় করাসহ অনুসন্ধান কার্যক্রম প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে।

উপরে