ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ২১:১৮

বাম জোটের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সিপিবি কার্যালয়ে যান কাদের

নিজস্ব প্রতিবেদক
বাম জোটের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সিপিবি কার্যালয়ে যান কাদের

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, সম্পর্ক উন্নয়ন ও বাম জোটের একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনা হয়েছে বলে দুই দলের নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যান।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃত্বাধীন বাম জোট যাতে নির্বাচনে অংশ করার আহ্বান জানানোর জন্যই ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে হঠাৎ করে আসেন। কিন্তু একাদশ জাতীয় নির্বাচনে বাম জোট অংশগ্রহণ করবে কিনা এখনো এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ইতোমধ্যে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চাসহ আটটি বাম দল নিয়ে বাম জোট গঠিত হয়েছে।

আওয়ামী লীগের একজন শীর্ষ বলেন, আওয়ামী লীগ চায় একাদশ জাতীয় নির্বাচনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃত্বাধীন বাম জোট অংশগ্রহণ করুক। একাদশ জাতীয় নির্বাচনে উল্লেখিত বাম জোটের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরও উন্নয়নের জন্য হঠাৎ করে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যান।

বাম জোটের একজন শীর্ষ নেতা বলেন, আমরা আগে থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিপিবি কার্যালয়ে আগমনের ব্যাপারে কিছুই জানতাম না। তবে তিনি আমার রাজনৈতিক কার্যলয়ে আসার জন্য আমাকেও টেলিফোন করেছেন-আমার অসুস্থতার কথা জেনে আর আসেননি। জানা গেছে, সিপিবি কার্যালয়ে ওবায়দুল কাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় নেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম।

উপরে