জাতীয় ঐক্যের রাজনীতি চায় জাকের পার্টি
জাতীয় ঐক্যের রাজনীতি চালুর আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাকের পার্টির তৃতীয় জাতীয় কাউন্সিলে এ আহ্বান জানান তিনি।
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এক দলের রাজনীতি করার দিন শেষ। এখন ঐক্য ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তাই জাতীয় ঐক্যের রাজনীতি চালু করতে হবে।
তিনি বলেন, এক দলের রাজনীতি সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করে। এ নীতি থেকে বের হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এটি করতে পারলেই দেশ স্বংয়সম্পূর্ণ হবে। ধর্মীয় উগ্রবাদ রোধ হবে।
নির্বাচনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে জাকের পার্টির নেতা বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা নির্বাচনে অংশ নেব। জাকের পার্টি বর্তমান সরকারকে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে। এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।
তিনি বলেন, একটি মহল নির্বাচন বন্ধ করতে অনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি প্রতিরোধ ও প্রতিহত করা হবে। এজন্য আগামী নির্বাচনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবো। কারণ, আমরা হাসি মুখে ভোট দিতে চাই। নেতা নির্বাচিত করতে চাই।
কাউন্সিলে সভাপতিত্ব করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী। এ সময় জাকের পার্টির কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
