শেখ হাসিনা ‘পাহাড়ি নদীর মতো
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাহাড়ি নদীর স্রোতের সঙ্গে তুলনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, তার (প্রধানমন্ত্রী) কথা বলার স্রোত ‘পাহাড়ি নদীর মতো’।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি আগের দিন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাব দেন।
শুক্রবার দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সাজার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, তারা এই দেশে ক্ষমতায় এসে জনগণকে কী দিতে পারে? কিছুই দিতে পারবে না। তারা লুটে নিতে পারে, লুটে খেতে পারে; ক্ষমতায় যখন ছিল, তখন তাই করেছিলI’
খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে আটকে রাখার বিষয়ে নেতাদের অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা তো পলিটিক্যালি অ্যারেস্ট করি নাই। তাহলে তো ২০১৫, ২০১৪ বা ২০১৩ সালে করতাম।’
সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে থাকা বিএনপিকে আদালতে লড়াই করারও পরামর্শ দেন শেখ হাসিনা। বলেন, ‘সে (খালেদা জিয়া) এতিমের টাকা মেরে খেয়ে গ্রেপ্তার হয়ে জেলে গেছে। কোর্টের ব্যাপার, কোর্টেই সমাধান হবে।’
আর রিজভী জবাব দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি নদীর মতো কথা বলার স্রোত। তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অনর্গল সমালোচনা করতে তিনি অক্লান্ত।’
‘খালেদা জিয়ার বন্দিশালার চাবি রয়েছে শেখ হাসিনার হাতে, অন্য কোথাও নয়। তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য তিনি কিছুই করতে পারবেন না বলে জানিয়েছেন। সংশয় হচ্ছে, প্রধানমন্ত্রী আপনি তো পারবেন না এ জন্যই যে, পথের কাঁটা নিষ্কণ্টক করতেই তো তাকে কারাবন্দী করেছেন।’
বিএনপি নেতার অভিযোগ, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষহীন বাংলাদেশ চাইছেন।
‘আপনি চিরদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সেজন্য আপনার প্রয়োজন একতরফা নির্বাচন করা, আর এই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা খালেদা জিয়াকে কারাগারে বন্দি করেছেন।’
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির পাঁচ মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন রিজভী। বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধে দিয়েছিল ১৫টি। আপনার বক্তব্য অনুযায়ী খালেদা জিয়ার মামলা যদি সত্য হয়, তাহলে আপনারগুলো মিথ্যা হবে কেন? আপনার সব মামলা মিলিয়ে তো আপনার একশ বছরের বেশি জেল হওয়ার কথা।’
খালেদা জিয়া ‘একজনের’ প্রতিহিংসার শিকার দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘ভুয়া নথির ওপর ভিত্তি করে সাজানো মামলাতে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। শেখ হাসিনার নির্দেশেই তিনি কারাগারে।’
