ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৮:৩০

বিএনপির নির্বাচিত কাউন্সিলরের আ.লীগে যোগদানে আলোড়ন

বরিশাল প্রতিনিধি
বিএনপির নির্বাচিত কাউন্সিলরের আ.লীগে যোগদানে আলোড়ন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। এরই মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা আয়েশা তৌহিদ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সিটি নির্বাচনের আগে আগে তার এই দলবদল নগরীজুড়ে বিপুল আলোড়ন তুলেছে।

গতকাল শুক্রবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগরীর কালীবাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল দিয়ে ক্ষমতাসীন দলে যোগ দেন আয়েশা তৌহিদ।

বিএনপির এই নারী নেত্রী এবারের সিটি করপোরেশন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।

পরশু সোমবার (৩০ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেয়া হবে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে জোর করে ও হুমকি দিয়ে আয়েশা তৌহিদকে আওয়ামী লীগে যোগদান করানো হয়েছে।

তবে আয়েশা তৌহিদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ও স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

আয়েশা তৌহিদ বলেন, ‘সম্পূর্ণ স্বেচ্ছায় আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

যোগদানের সময় তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতিতে বিশ্বস্ত হয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছি। যত দিন রাজনীতি করব, তত দিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে যাব।’

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।

উপরে