ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১০:৩৮

আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গ্রেপ্তার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে মিরবক্সটুলা এলাকা গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন। 

ওসি জানান, আব্দুল রাজ্জাকের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে রাতেই শাহী ঈদগাহ এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আরিফুল বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার করে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। ফাঁকা মাঠে গোল দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমি সে সুযোগ দেব না।

নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্রে অবস্থান করবে বলে জানান আরিফুল।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগামীকাল সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

উপরে