ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১৭:২৫

আ. লীগ অনেক বিপদে আছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

আ. লীগ অনেক বিপদে আছে: খন্দকার মোশাররফ

আওয়ামী লীগ অনেক বিপদে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘তাদের দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) এখন ছোটোছুটি শুরু করেছেন। তিনি অনেকের বাড়ি পর্যন্ত যেতে শুরু করেছেন।’

রবিবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত  সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনি টেলিফোন করলেও আমাদের মহাসচিব বলতে বাধ্য হবেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। সামরিক বাহিনীকে নির্বাচনের সময় আনতে হবে। আপনি যদি আমাদের মহাসচিবের সঙ্গে সাক্ষাতেও করেন তবুও তিনি একই কথা বলবেন।’

তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি একই সূত্রে গাঁথা। কারণ দেশনেত্রী খালেদা জিয়া ছাড়া কোনও নির্বাচনই জনগণ মেনে নেবে না। ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তখন কোনও নির্বাচন হয়নি। সেজন্য দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী  খালেদা জিয়া। ’

বিএনপির এই নেতা বলেন, ‘এক লাখ ৪৪ হাজার টন কয়লা নেই, কোথায় গেছে? কারণ দেশ এখন লুটতোরাজদের হাতে। এই অবৈধ সরকার তাদের মদদ দিচ্ছে। এতে তাদের কোনও দায়বদ্ধতা নেই। কারণ বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে স্বৈরাচার স্বীকৃতি পেয়েছে। তারা ফ্যাসিবাদী সরকার। তারা রাষ্ট্রের মূল স্তম্বগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন জনগণও ফ্যাসিবাদী সরকারকে বিশ্বাস করে না।’

তিন সিটি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, গাজীপুর ও খুলনার মতো তিন সিটিতে একই মডেল প্রস্তুত রাখা হয়েছে। সেখানে এমভাবে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ ভোটাররা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। কারণ সেখানে ভোট দিতে হবে না। তথাকোথিত শেখ হাসিনা মডেলের নির্বাচন করতে চায় তারা।

উপরে