ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৩:২৫

বিএনপি নেতা তৃপ্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা তৃপ্তি গ্রেফতার

বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিদুল হাসান তৃপ্তিকে বনানীর বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় তার পরিবার।
তৃপ্তির স্ত্রী সুপ্রিয়া কামাল বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সিআইডি পরিচয়ে কয়েকজন লোক আমরা স্বামীকে বাসা থেকে নিয়ে গেছে। এরপর থেকে আমরা তার কোনও খবর পাচ্ছি না।’
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) এস এস এনামুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি মফিদুল হাসান তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই হত্যা মামলার ঘটনায় আগে চার আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তারা ২০০৫ সালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। গ্রেফতারকৃত আসামিরা আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছিল। তাদের মধ্যে তৃপ্তির নাম ছিল। এতদিন তাকে বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।’
এই হত্যাকাণ্ডে তার ভূমিকা কী ছিল জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি এখনও তদন্ত করে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।’

উপরে