সেপ্টেম্বরজুড়ে ‘শক্তি’ জানান দিতে চায় যুক্তফ্রন্ট
তৃতীয় ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট আগামী সেপ্টেম্বর মাসজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এই জোট মাসজুড়ে গণসংযোগ, জনসভা ও গণসমাবেশ করবে। এর মাধ্যমে তারা নির্বাচনের আগে নিজেদের শক্তির জানান দিতে চায় বলে সূত্রে জানা গেছে।
অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণের সম্মিলিত শক্তিকে জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে যুক্তফ্রন্ট।
বুধবার দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে তার বারিধারার বাসভবনে যুক্তফ্রন্টের এক অনির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বৈঠকে যুক্তফ্রন্টের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। পরে সিদ্ধান্তক হয় সেপ্টেম্বর মাসজুড়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গণসংযোগ, জনসভা ও গণসমাবেশ করবে সরকারবিরোধী এই জোট।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতেই যুক্তফ্রন্ট নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে নিহত তার পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, যুক্তফ্রন্টের উদ্দেশ্য হলো, দেশের সমস্ত জনগণকে একতাবদ্ধ করা, অত্যাচার, স্বৈরাচার এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় চেতনা সৃষ্টি, জনগণকে ভবিষ্যতে ইতিবাচক রাজনীতিতে উদ্বুদ্ধ করা এবং এই মতবাদ ও মর্মে যারাই বিশ্বাসী এই ধরনের সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের যুক্তফ্রন্টে স্বাগত জানানো।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আটককৃত ছাত্রদের মুক্তির দাবি জানান যুক্তফ্রন্ট নেতারা। তারা বলেন, রাজনীতির বাইরেও একজন মা হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদের আগেই অবিলম্বে ছাত্রদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বৈঠকে বক্তব্য দেন জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারন সম্পাদক আবদুল মালেক রতন ও বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
