ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১৯:০২

ইনুকে নিয়ে আলালের অশোভন উক্তি

নিজস্ব প্রতিবেদক
ইনুকে নিয়ে আলালের অশোভন উক্তি

তথ্যমন্ত্রী হানাসুল হককে নিয়ে অশোভন বক্তব্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। জাপানি ভাষায় ইনু শব্দে একটি প্রাণীকে বোঝায় উল্লেখ করে তার সঙ্গেই জাসদ নেতার তুলনা করেছেন বিএনপি নেতা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতির মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও দুই মামলায় সাজা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে কথা বলছিলেন আলাল।

এই বক্তব্যে ইনুর প্রসঙ্গ আলাল তোলেন অনেকটা অপ্রাসঙ্গিকভাবে। তিনি বলেন, ‘ইনু সাহেব আপনার নামের অর্থটা কী আপনারা জানেন নাকি আমিই জনসাধারণকে বলে দেব? আসলে জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ হলো কুত্তা। তাই কুত্তা তো একটু ঘেউঘেউ করবেই। আর তার (ইনু) আচরণের সাথে নামেরও বেশ সাদৃশ্য রয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ইনুর বিষয়ে সতর্ক করে দেন বিএনপি নেতা। বলেন, ‘খোঁজ করেন, আপনাদের শত্রু আপনাদের ঘরেই রয়েছে।...সবার প্রথমে হাসানুল হক ইনু সাহেবকে সরান। তিনি অকারণে চিৎকার করেন। সেটাও আপনাদের  জন্য ক্ষতিকর।’

‘বেগম জিয়া এবং তারেক রহমানকে নিয়ে হাসানুল হক ইনু সাহেব বিভিন্ন বাজে মন্তব্য ও কটূক্তি করেন। এটা তার অভ্যাস।’

দেশে গণতন্ত্র ‘প্রতিষ্ঠা’ করতে চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আলোচনায় বসারও আহ্বান জানান আলাল।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনা, আপনি যদি রক্ষা পেতে চান তাহলে পার্লামেন্ট ভেঙে দেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সকল দলকে নিয়ে আলোচনায় বসুন। নচেৎ আপনার আর এবার শেষ রক্ষে হবে না।’

‘আপনার ঘাড়ে কাদের, তোফায়েলরা চেপে বসেছেন। মনে রাখবেন তোফায়েল কিন্তু আপনার পিতাকে বাঁচাতে পারেনি আপনাকেও পারবে না।’

আয়োজক সংগঠনটির সহ-সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম, আইনজীবী নাসির হায়দার প্রমুখ।

উপরে