ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫২

দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে খসরু

নিজস্ব প্রতিবেদক
দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে খসরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ।

সাংবা‌দিক‌দের আইনজীবী জানান, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে এই আবেদনের শুনানির জন্য আ‌র্জি জানা‌নো হবে। আদালত চাইলে এদিনই শুনানি হবে।

গত ১৬ আগস্ট রাজধানীর সেগুনবা‌গিচায় দুদকের প্রধান কার্যাল‌য়ে হাজির হতে দুই সপ্তাহ সময় দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে চিঠি দেয় দুদক। তাকে ১০ সেপ্টেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

দুদকের চিঠিতে বলা হয়, বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিজ নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।

উপরে