ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৩

বগুড়া-৪: জনপ্রিয় হয়ে উঠছেন মোশাররফ

বগুড়া প্রতিনিধি
বগুড়া-৪: জনপ্রিয় হয়ে উঠছেন মোশাররফ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার রাজনীতিতে বরাবরই বিএনপি এগিয়ে। তবে এক-এগারোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বগুড়ার রাজনীতিতেও বাহ্যিক পরিবর্তন দেখা দেয়। সারা দেশের পরিস্থিতির হাওয়া লাগে বগুড়ার গায়েও।

পরে ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির দুর্গ খ্যাত বগুড়ার সব কটি আসন হাতছাড়া হয় দলটির। আসছে নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন রাজপথের বিরোধী দলটির নেতারা। অনেকে মনোনয়ন নিশ্চিত করতে জনসংযোগ করছেন বেশে আগে থেকে। তাদের একজন বগুড়া-৪ আসনের মনোনয়ন-প্রত্যাশী একজন মোশাররফ হোসেন।

জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোশাররফ দলের মনোনয়ন পেতে বছর তিনেক আগে থেকে মাঠে সরব। বর্তমানে বেশির ভাগ সময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেই পার করছেন।

গেল দুই ঈদে বিএনপির এই নেতা কাহালু-নন্দীগ্রাম উপজেলার দুঃস্থ মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায় মানুষদের ভোজন করানোসহ বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাকে মনোনয়ন দেয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে ইতিবাচক সংকেত দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। 

কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। বিএনপিহীন ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন জাসদের (ইনু)  রেজাউল করিম তানসেন।

পরে নির্বাচনী এলাকা ছেড়ে জনবিচ্ছিন্ন ও দলীয় নেতাকর্মী বিচ্ছিন্ন হয়ে পড়েন বিএনপির সাবেক সাংসদ মোস্তফা আলী মুকুল। নেতৃত্ব সংকটে পড়ে বিএনপি। বিপর্যয়ে থাকা দল ও নেতাকর্মীর দুঃসময়ে পাশে দাঁড়ান জেলা বিএনপির তরুণ সদস্য ও জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন।

তিনি নিয়মিত এলাকায় চষে বেড়াচ্ছেন। দলের সাংগঠনিক কাঠানো দাঁড় করানোর পাশাপাশি নেতাকর্মীদের পাশে থেকে দলীয় কর্মসূচি, জাতীয় কর্মসূচি ও নিয়মিত গণসংযোগ করায় জনপ্রিয়তা বেড়েছে তার।

স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ এই নেতার প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। বিশেষ করে যেসব নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে, তাদের জামিন করানোসহ তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন তিনি।

নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতি আলেকজেন্ডার জানান, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে মোশাররফ হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। তিনি আশাবাদী কেন্দ্রীয় সংগঠন এই আসনে তাকে মনোনয়ন দেবে।

গণমানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মোশারফ হোসেন বলেন, ‘মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি’। তিনি মনে করেন, দল তাকে মনোনয়ন দিলে সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষা করবে তাকে বিজয়ী করার মধ্য দিয়ে।

উপরে