ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:০০

নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে: আমু

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে: আমু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘নির্বাচন বানচাল করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সব কিছু প্রতিহত করে বাংলাদেশের জনগণ আবারো শেখ হাসিনাকেই নির্বাচিত করবেন।’

শনিবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নবনির্মিত রেললাইলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেললাইন মাইজগাঁও রেল স্টেশনে গিয়ে সংযুক্ত হবে। ৫ দশমিক ৬৪ কিলোমিটার দৈর্ঘের এই রেললাইনে প্রতিদিন ২৪টি ওয়াগনে করে ৮১৬ মেট্রিক টন সার পরিবহন করা সম্ভব হবে। ফলে কারখানার পরিবহন ব্যয় সাশ্রয় হবে ২৫ শতাংশ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমু বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে সাংবিধানিকভাবে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপরে