খালেদার অসুস্থতা নিয়ে ‘রাজনীতিতে’ বিএনপি: হানিফ
দুর্নীতির মামলায় দণ্ডিত চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বলেছেন, এটি তাদের দলের দেউলিয়াপনার পরিচয়।
সোমবার সকালে কুষ্টিয়া পৌর মিলনায়তনে এক সেমিনারে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন হানিফ।
গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদ- পাওয়া বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানির তারিখ পড়ার পর একাধিকবার বিএনপি তাদের নেত্রীর অসুস্থতার বিষয়টি সামনে এনে বেসরকারি হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে।
সরকার খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বাইরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেয়ার প্রস্তাব দেয়। কিন্তু তিনি সে প্রস্তাব অগ্রাহ্য করেন। শুরু থেকেই তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে চান। তবে সম্প্রতি কারাগারেই আদালত বসার পর বিএনপি ইউনাইটেডের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানায়।
হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। একজন দণ্ডিত কয়েদীর চিকিৎসা হবে আদালতের কোড অনুযায়ী। বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন। তাই বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতা নিয়ে বিএনপির রাজনীতি করার কোন সুযোগ নেই।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন উর রশিদ আসকারী, উপউপাচার্য শাহীনুর রহমানসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
