ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪৭

৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

 

তিনি আরও জানান, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এবং মেজর মো. খালেদ আখতার (অব.) এরশাদের সঙ্গে সিঙ্গাপুর যাবেন।

উপরে