সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনের আলামত: রিজভী
নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের সমালোচনা করে বি্এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি দেশে এক কথা বলেন, বিদেশে বলেন ভিন্ন কথা। সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনের আলামত।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের সব দলকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে তার সরকার।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিথ্যা বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এক কথা বলেন, বিদেশে বলেন অন্য কথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন- সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ এখনো পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনের আলামত।’
কিন্তু এবার আর একতরফা নির্বাচনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন বি্এনপির এই মুখপাত্র।
রিজভী অভিযোগ করেন, সরকার ক্ষমতার উন্মাদনার মধ্যে থাকতে চায়। এ জন্য যখন যেটা প্রয়োজন অর্থাৎ গুম, খুন থেকে শুরু করে মিথ্যা মামলায় বিরোধী নেতাদের ফাঁসাতে দ্বিধা করছে না। একইভাবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বোমা হামলার মিথ্যা মামলায় জড়িয়ে বিরোধী দল ও মতকে নির্মূলের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে সরকার।’
জনসভার অনুমতি মেলেনি এখনো
শনিবার সোহরাওয়ার্দী কিংবা নয়াপল্টনে দলের জনসভার অনুমতি এখনো মেলেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অনুমতি পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
জনসভার সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করি জনসভা সফল হবে।
এ সময় রিজভী বিএনপির জনসভাকে কেন্দ্র করে সরকারের মন্ত্রীদের বক্তব্য সংঘাত সৃষ্টির ইঙ্গিত বলে দাবি করেন। তিনি মন্ত্রীদের এ ধরনের বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানান।
