ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৯:০৮

খুনিদের সাথে হাত মিলিয়েছেন কামাল, মান্না ও রব: প্রধানমন্ত্রী

ভোরের বাংলা ডেস্ক
খুনিদের সাথে হাত মিলিয়েছেন কামাল, মান্না ও রব: প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় যুক্তফ্রন্ট’ গঠনের পরের দিন তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি খুনিদের দল, এরা পারে না এমন কোনো কাজ নেই; এসব খুনিদের সাথে হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না এবং আ.স.ম. আব্দুর রব।

রোববার মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে আওয়ামী লীগের আয়োজিত এক জনসভায় এমন প্রতিক্রিয়া জানান তিনি।

আগের দিন শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে নতুন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’

সেই জোট প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, ‘বিএনপি সুযোগ পেলেই মানুষকে খুন করে।  ২০০৮ সালেও অগ্নিসন্ত্রাসে তারা কত মানুষ হত্যা করেছে। তাদের খোঁজখবর কে রাখে? আর কামাল হোসেন গং তার সঙ্গে কিছু খুচরা আধুলি মিলে আজ ঐক্য করেছে। আমি কামাল হোসেকে বলতে চাই, ঐক্য করেছেন কার সঙ্গে? সারাজীবন নীতির কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন! আর এখন নেতা মেনেছেন কাকে?

সমাবেশে বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, বিএনপির চেয়ারপার্সন কারাগারে বন্দী। এই সময়ে কি নেতা করার জন্য বিএনপিতে আর কেউ ছিল না? সেই মানিলন্ডারিংয়ে অভিযুক্ত, চাঁদাবাজ, শাস্তিপ্রাপ্ত আসামীকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হল।  আর তাকেই নেতা মেনেছেন কামাল হোসেন গং। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ.স.ম রব।

বাংলাদেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজ বাংলাদেশের মুল্যস্ফীতি ক্রয়ক্ষমতার মধ্যে। সারাবিশ্ব আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করে। তাদের কাছে উন্নয়ন মানে দুর্নীতি, সন্ত্রাস ও মানিলন্ডারিংয়ের উন্নয়ন।’

‘‘আমি কামাল হোসেনকে সাবাস জানাই, তারা নৌকা থেকে নেমে ধানের শীষের মুঠা ধরেছেন। যেখানে চিটা ছাড়া কিছু মেলেনা। রতনে রতন চেনে, শেয়ালে চেনে কচু্।’’

 
উপরে