ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১২:৩৪

বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন দিনাজপুরের ১৯ জন

ভোরের বাংলা ডেস্ক
বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন দিনাজপুরের ১৯ জন

দিনাজপুরের ৬টি আসনে গত দু’দিনে বিএনপির ১৯ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. মামুনুর রশিদ চৌধুরী ও জেলা যুবদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান সুমন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন। মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম। এছাড়া বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপি নেতা এম এ জলিল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দিনাজপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন। সোমবার দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার ও প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহানের ছেলে শাহরিয়ার আকতার হক ডন।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২ জন। মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক ফরম সংগ্রহ করেন। তবে অপর মনোনয়ন প্রত্যাশীর নাম জানা যায়নি।

দিনাজপুর-৬(বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসন থেকে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু এবং ড্যাব নেতা ডা. জাহিদ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উপরে