ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮ ১৯:২৬

আ'লীগ আতঙ্কের নাম: রুহুল কবির রিজভী

ভোরের বাংলা ডেস্ক
 আ'লীগ আতঙ্কের নাম: রুহুল কবির রিজভী

নারী,শিশু, বৃদ্ধ , মুক্ত চিন্তার মানুষ বা সরকার বিরোধী কেউই আওয়ামী লীগের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। সবাই সরকারের অন্যায় আচরণের শিকার। আওয়ামী লীগ এক মূর্তিমান আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে অন্যায়ভাবে আটক করে রিমান্ডে নিয়েছে। একজন নারী হওয়ার পরও তাকে অন্যায়ভাবে রিমান্ডে নিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং তার রিমান্ড বাতিল ও মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশি সাক্ষাৎকার শুরু হবে ১৮ নভেম্বর সকাল ৯ টা থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। প্রথমদিন সাক্ষাৎকার নেয়া হবে রাজশাহী ও রংপুর বিভাগের।

১৯ নভেম্বর নেয়া হবে খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশিদের। এসময় কোন প্রার্থী তার সমর্থক নিয়ে সাক্ষাৎকারে যেতে পারবে না। সাক্ষাৎকারে প্রার্থীকে অবশ্যই একা যেতে হবে বলে তিনি জানান।

উপরে