সরকার-নির্বাচন কমিশন নিয়ে যা বললেন আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, একচোখা সরকার, একচোখা কমিশন।
গত শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুলের ফেসবুকে স্ট্যাটাসটি হুবহু বিডি২৪লাইভ ডটকমের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-
ফেসবুকে ড. আসিফ নজরুল বলেন, বিদেশ ঘুরে এলাম। সেখানে আর বিভিন্ন বিমানবন্দরে মানুষ জিজ্ঞেস করে আওয়ামী লীগ মনোনয়নের মিছিল করার সময় পুলিশ বাধা দিল না, বিএনপির সময় কেন? জি্জ্ঞেস করে দুটো গাড়ী পোড়নোতে বিএনপির এতো মানুষ গ্রেফতার হলো, কিন্তু দুজন খুনের জন্য আওয়ামী লীগের লোকেরা এভাবে গ্রেফতার হলোনা কেন? জিজ্ঞেস করে নিবাচনের সময় এসব কিসের আলামত?
আসিফ নজরুল আরও বলেন, আমার কাছে কোন উত্তর ছিল না। আরো বহু কিছু দেখে আমার বরং মনে হয় ১৯৯০ সালের পর কোন নির্বাচনকালীন সময়ে আমরা পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠভনগুলোকে এতোটা একচোখো হতে দেখিনি।
এটা কেমন নির্বাচনকালীন সরকার? কেমন নির্বাচন কমিশন?
