মনোনয়ন প্রত্যাশীর পাম্পে ট্রাকভর্তি ফেন্সিডিল, আটক ২
নাটোরে সিংড়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের মালিকানাদীন বাবলু ফিলিং স্টেশনে অভিযানে ১৪শ’৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব।
রোববার (১৮) গভীর রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বাবুল (৪২) ও তার সহযোগী সামাদ (৩৭) নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ নভেম্বর) রাতে পৌর শহরের বাসষ্ট্যান্ডের বাবলু ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পাম্পে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বস্তার মধ্য থেকে ১৪৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এর সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী বাবুল ও সামাদকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে, জানিয়েছে র্যাব।
