ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১০:৫৭

২৫ নভেম্বর যে ঘোষণা দিবেন লতিফ সিদ্দিকী

ভোরের বাংলা ডেস্ক
২৫ নভেম্বর যে ঘোষণা দিবেন লতিফ সিদ্দিকী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচন করার কথা ভাবছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দলটির সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

তবে কোন রাজনৈতিক দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন তিনি। তার একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে লতিফ সিদ্দিকীর ভাতিজা মোশারফ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হতে হলে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়ার বিধান রয়েছে।

তিনি জানান, আগামী রবিবার (২৫ নভেম্বর) তিনি কালিহাতীতে এসে এ ব্যাপারে ঘোষণা দেবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হজ, তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হন। পরবর্তীতে এ জন্য তাকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়।

সে সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তাঁর নামে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মামলা হয়। দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করেন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেন।

লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়। ২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান হাসান ইমাম খান। পরে তিনি সাংসদ নির্বাচিত হন।

শোনা যাচ্ছে আওয়ামী লীগ থেকে এবারের নির্বাচনে হাসান ইমাম খান এ আসন থেকে দলীয় মনোনয়ন পাচ্ছেন।

এছাড়াও এ আসন থেকে এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য লিয়াকত আলী এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান মনোনয়ন ফরম কিনেছেন।

উপরে