ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮ ১০:১৩

ভৈরবে বিএনপি নেতাদের আ.লীগে যোগদান

ভোরের বাংলা ডেস্ক
ভৈরবে বিএনপি নেতাদের আ.লীগে যোগদান

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি  থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন দলটির একঝাঁক নেতাকর্মী। শুক্রবার রাতে ভৈরবপুর উত্তরপাড়া আইভি ভবনে বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের হাত ধরে পৌর বিএনপির সাবেক  যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি  নূর মোহাম্মদের  নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

 এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলেয়মান, উপজেলা আওয়ামী লীগের  সহ- সভাপতি ও ভৈরব প্রেসক্লাবের সভাপতি  জাকির হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।
উপরে