ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮ ১৯:০৬

বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা নেই’ :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

ভোরের বাংলা ডেস্ক
বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা নেই’ :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বিএনপি নেতা অপহরণের পর হত্যার ঘটনাটির সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সাথে আবু বকর হত্যার রহস্যও খুব শিগগির উদঘাটন হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর খামারবাড়ি পিকাডল রেস্টুরেন্টে নিজ নির্বাচনী এলাকা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও সম্প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আশা করছি খুব শিগগির এসব ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এসব ঘটনার রহস্য উদঘাটনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি- এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতাও নেই।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় পৌঁছান। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে চতুর্থতলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন।

তবে ১৮ নভেম্বর রাত ৮টার পর তাকে আর পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে তার এক ভাগনের কাছে ফোন দিয়ে তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। পরের দিন সকালে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন নম্বরে এক লাখ ৭০ টাকা বিকাশ করেও তাকে বাঁচানো যায়নি।

অবশেষে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ূন কবির।

উপরে