জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর, গ্রেপ্তার-১০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির (জাপা) অফিসে গুলি ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আব্দুছ ছাত্তারের সমর্থকরা এ হামলা করে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। হামলায় জাতীয় পার্টির তিন নেতা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগের ১০নেতা-কর্মীকে আটক করেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে রবিবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চৌরাস্তা মোড়ে ‘নৌকা সমর্থক গোষ্ঠীর ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করে আব্দুছ ছাত্তারের সমর্থকরা।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পৌর সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
