ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ২০:৪১

খালেদার বিষয়ে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা: ইসি

ভোরের বাংলা ডেস্ক
খালেদার বিষয়ে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা: ইসি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভোটে আসার বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ।

মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হেলালুদ্দীন।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে তিনটি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে হাইকোর্ট একটি রায়ে বলেছে, খালাস বা দণ্ড স্থগিত না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে এক প্রশ্নের ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মতামত নেই। আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে।’

জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার জনপ্রতিনিধিরা সংসদ নির্বাচনে আসতে চাইলে তাদের পদত্যাগ করতে হবে বলেও জানানো হয়। তবে সরকারি ব্যাংকের চেয়ারম্যানরা ভোটে দাঁড়াতে পারবেন। সচিব বলেন, ‘এটা কিন্তু নিয়মিত কোনো পদ নন। নিয়মিত কোনো লাভজনক পদ নয়।’

গাড়িতে সংসদ সদস্য লেখা স্টিকার ব্যবহার নয়

গাড়িতে স্টিকার লাগিয়ে কোনো কোনো সংসদ সদস্যের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে ইসি সচিব বলেন,  ‘এটা সম্পূর্ণ নিষিদ্ধ। রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যপারে আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।’

‘মন্ত্রীরাও গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিল করার সময় স্বাভাবিকভাবে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে, পতাকা নামিয়ে যাবেন, নির্বাচনী কাজ করবেন। ’

ইসি সচিব জানান, শুধু দলীয় প্রধান নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে সেখান থেকে লিফলেট বা প্রচার সামগ্রী ফেলা যাবে না।

ফেসবুকে প্রচারে বাধা নেই
প্রতীক বরাদ্দের আগে কেউ সামাজিক মাধ্যমে প্রচার চালালে ইসির কিছুু করার নেই বলে জানান সচিব। তবে অপপ্রচার চালালে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নে বলেন, ‘আচরণ বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যমটা ওভাবে আসেনি। প্রচার না, অপপ্রচার চালালে ব্যবস্থা নেয়া হবে। ’

উপরে