‘নির্বাচনের পর রাজনৈতিক অপশক্তি দেশে থাকবে না’: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনের পর বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কোনও রাজনৈতিক অপশক্তি আর দেশে থাকবে না।’
শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদের মতিবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ এবং জঙ্গি যারা লালন করেছে, তাদের চিরদিনের জন্য পরাজিত করার নির্বাচন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কোনও রাজনৈতিক অপশক্তি আর দেশে থাকবে না, এটা দেখতে চাই।’
ডিসেম্বর মাসে বাঙালি বিজয় ছাড়া অন্য কোনও বিকল্প চিন্তা করতে পারে না জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাঙালি সবসময় ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছে। এবারও নির্বাচন ডিসেম্বরে। আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি অপশক্তি, নীতিহীন, আদর্শহীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিয়ে আবারও বিজয় অর্জন করবে। দেশের জনগণ নবান্ন উৎসবের মতো ভোট উৎসবের প্রস্তুতি নিয়ে আছে। তারা ভোট দিতে চায়, নৌকাকে বিজয়ী করতে চায়।’
আমাদের যে কোন বিচ্যুতি পরাজয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা কি পেলাম, কি পেলাম না, সেটা বড় কথা না। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের প্রতিটি উপজেলায় বিজয় মঞ্চ করা হবে। এখান থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করে বিজয় নিশ্চিত করব।’
